ওয়েব ডেস্ক: পুজোর আগে একটানা বৃষ্টিতে খানিক মাটি হয়েছিল কেনাকাটা। এবার চাঁদিফাটা গরমে নাভিশ্বাস উঠছে দক্ষিণ বঙ্গবাসীর। পুরো ঘেমেনেয়ে একসা হতে হচ্ছে সকলকে। আলিপুর আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল এই বৃষ্টি থেকে সাময়িক মুক্তি মিলবে। তেমনটাই আবারও জানাল।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। আর তা থেকেই হবে বৃষ্টি। তবে সেই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হবে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ হবে আর তারপরই বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব পাকিস্তানে থাকা গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে আগামী ১২ ঘণ্টার মধ্যে স্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে, জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রবিবারেও বৃষ্টির দাপট চলবে জেলায় জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী সোমবার ও মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, তবে কোনও সতর্কতা নেই।
বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে এবং শনিবার দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।