ওয়েব ডেস্ক: অগ্নিগর্ভ নেপাল, সেদেশে আটকে পড়েছে বহু ভারতীয়, তাদের মধ্যে বাঙালি পর্যটক রয়েছেন। তাঁদের কথা ভেবে হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য পুলিশ। নেপালে আটকে পড়া কেউ পানিট্যাঙ্কি বা পশুপতি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে চাইলে ওই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এক্স হ্যান্ডলে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ পোস্টে উল্লেখ করা হয়েছে দু’টি হেল্পলাইন নম্বর। পোস্ট বলছে, যদি আপনি বা আপনার পরিচিত কেউ নেপালে আটকে পড়েন এবং ভারতে ফিরতে চান, তাহলে সরাসরি এই দুই নম্বরে যোগাযোগ করতে পারবেন। মোবাইল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ৯১৪৭৮৮৯০৭৮ (9147889078) এবং ল্যান্ডলাইনে যোগাযোগ করতে হলে কল করতে হবে ০৩৫৪-২২৫২০৫৭ (0354-2252057) নম্বরে।পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, পর্যটকদের সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনার জন্য সবরকম সহযোগিতা করা হবে।
এই পরিস্থিতিতে নেপালে ঘুরতে যাওয়া একাধিক পর্যটক রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন দেশজোড়া বিক্ষোভের মধ্যে। ভারতীয় ভলিবল খেলোয়াড় উপাসনা গিল খেলতে গিয়ে আটকে পড়েছেন নেপালে। তিনি ভারতীয় দূতাবাসের কাছে কাতর আর্জি জানিয়েছেন, দ্রুত যেন উদ্ধার করা হয় আটকে থাকা ভারতীয়দের। সূত্রের খবর, নেপালে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করার বিষয়ে ভাবনাচিন্তা করছে কেন্দ্র।