Languages

মমতার নির্দেশে পানিট্যাঙ্কি গেলেন উদয়নরা, কী অবস্থা দেখুন

ওয়েব ডেস্ক: অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে নেপালে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ইস্তফার পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি নেপালে। বর্তমানে ভারতের পড়শি দেশের শাসনভার সেনার দখলে। সেনার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে,বিবৃতি দিয়ে জানানো হল, যত দিন পর্যন্ত না নতুন সরকার গঠিত হচ্ছে, তত দিন দেশের শাসনভার চালাবে তারা। শুধু তা-ই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ জুড়ে কার্ফু জারি করা হয়েছে সেনার তরফে।

নেপালে অশান্তির কারণে এখনও কড়া সতর্কতা অন্যদিকে, বাংলার পানিট্যাঙ্কি সীমান্তে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার সেখানে যান মন্ত্রী উদয়ন গুহ, শিলিগুড়ির মেয়র গৌতম দেবও। সীমান্ত পরিদর্শনের পর উদয়ন বলেন, ‘CM যথেষ্ট তৎপর। উনি নিজে বলেছেন, প্রয়োজনে উনি এখানে থাকবেন। তবে সীমান্ত বন্ধ থাকায় ক্ষতি হচ্ছে। নেপালে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। চিন্তার কোনও কারণ নেই।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের মধ্যেই রয়েছেন উত্তরবঙ্গ সফরে। তিনি জানিয়েছেন, পরিস্থিতি যদি শান্ত না হয়, আমি এখানে থাকব। কারণ আমার দায়িত্ববোধ আছে। আমি চিরকাল দুর্দিনের সাথী হতে চেয়েছি – সেটা রেল অ্যাক্সিডেন্ট হোক কিংবা ম্যালের জলে ভেসে যাওয়া মানুষ। আমি পাশে থাকার চেষ্টা করি।”উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী প্রথম দিনেই পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। তাঁর নির্দেশেই ইন্দো-নেপাল সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। রাজ্য পুলিশের আধিকারিকেরা এসএসবি’র সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন।