Languages

একাধিক রাজ্য থেকে ৫ জঙ্গিকে গ্রেফতার দিল্লি পুলিশের

ওয়েব ডেস্ক: বিভিন্ন রাজ্য থেকে ৫ জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ধৃত জঙ্গিদের কাছ থেকে বেশ কিছু জিনিসও উদ্ধার হয়েছে, যা আইইডি বিস্ফোরণে ব্যবহার করা হয়। পুলিশ সূত্রে খবর, এরা আইসিস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত।যা আরও চিন্তা বাড়িয়েছে তদন্তকারীদের। এই ধৃত জঙ্গিরা এনক্রিপটেড মেসেজিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ করা হত পাক হ্যান্ডলারদের সঙ্গে। জানা গিয়েছে, দিল্লি, মধ্যপ্রদেশ, হায়দরাবাদ, রাঁচি থেকে গ্রেফতার করা হয়েছে এই জঙ্গিদের।

দিল্লি পুলিশের স্পেশাল সেল ও ঝাড়খণ্ডের অ্যান্টি-টেররিজম স্কোয়াড অভিযান চালিয়ে রাঁচীর লোয়ার বাজার থেকে গ্রেফতার করা হয় আরেক জঙ্গি আশার দানিশকে। দানিশের কাছ থেকে দেশি পিস্তল, কার্তুজ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কপার শিট, বল – বিয়ারিং, তার, সার্কিট বোর্ড, ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকা উদ্ধার হয়েছে।

রাঁচি থেকে ধৃত জঙ্গির নাম আজহার দানিশ। এই দানিশ আইএস-এর সঙ্গে যুক্ত। দিল্লি পুলিশের স্পেশাল সেল, ঝাড়খণ্ড এটিএস এবং রাঁচি পুলিশের যৌথ অভিযানে তাকে ধরে। আজহার দানিশের বিরুদ্ধে ইতিমধ্যেই দিল্লিতে মামলা দায়ের করা হয়েছিল এবং তার ভিত্তিতে স্পেশাল সেল তাকে খুঁজছিল। পাকিস্তানি হ্যান্ডলারদের নির্দেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ও অ্যাপের মাধ্যমে গ্রুপ তৈরি করে ধর্মীয় উসকানি ও সাম্প্রদায়িক হিংসা মূলক প্রচার চালাচ্ছিল দানিশ। পুলিশ জানিয়েছে, ধৃত সন্দেহভাজন জঙ্গি আজহার দানিশকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।