Languages

ফের ভাষা সন্ত্রাস নিয়ে সোচ্চার মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক: আমরা সব ভাষাকে গুরুত্ব দিই। বাংলাতেও গুরুত্ব দেওয়া দরকার। উত্তরবঙ্গ সফরে গিয়ে একজন জনসভায় এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলা ভাষায় কথা বলার জন্য ভিন রাজ্যে নির্যাতনের অভিযোগ উঠে এসেছে। বাংলায় কথা বলার কারনে কাউকেকে রেখে হেনস্তা করা হয়েছে, আবার কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় সোচ্চার প্রথম থেকেই হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বারবার ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি। এই দিনও বাংলা ভাষার প্রতি সম্মান জানানোর কথাই তিনি বলেছেন। তাঁর কথায়, বেশি করে নিজের ভাষায় কথা বলতে হবে। অর্থাৎ মাতৃভাষার ওপর জোর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জলপাইগুড়িতে ২৪৭ কোটি টাকায় ১০৪ টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি কালিম্পং জেলায় পেশক খোলা নদীর উপর ৭ কোটি ৪১ লক্ষ টাকায় তৈরি সেতুর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী।উত্তরবঙ্গে চা শ্রমিক, কৃষকদের হাতে ১১ হাজার পাট্টা তুলে দিলেন।চা সুন্দরী প্রকল্পে আলিপুরদুয়ার জেলায় ১১০৬ টি পরিবারের হাতে বাড়ির কাগজ তুলে দেওয়া হল।