Languages

নেপালে আটকে থাকা পর্যটকদের ফিরিয়ে আনা হবে: মমতা

ওয়েব ডেস্ক: অনেকেই ঘুরতে যান নেপালে। কিন্তু বর্তমানে নেপালের অবস্থা অত্যন্ত খারাপ। তাই নেপাল সকলের সিদ্ধান্ত বাতিল করার কথা আগেই জানিয়েছে কেন্দ্র। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,নেপালে আটকে থাকা পর্যটকদের ধীরে ধীরে ফিরিয়ে আনা হবে। অর্থাৎ অনেকেই ঘুরতে গিয়ে নেপালে আটকে পড়েছেন বর্তমানের পরিস্থিতির জন্য। সেই সমস্যা সমাধান করে তাদের ধীরে ধীরে ফিরিয়ে আনার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

তিনি আশা করছেন নেপালে দ্রুত শান্তি ফিরে আসবে। তিনি বলেছেন, গোটা বিষয়ের ওপর নজর রাখা হচ্ছে। অনেক ভ্রমণ যাত্রী সেখানে গিয়েছেন। তাদের ধীরে ধীরে ফিরিয়ে নিয়ে আসা হবে। একটা দুটো দিন শান্ত হয়ে সেখানে থাকার কথা বলেছেন। ঘুরতে যাওয়া পর্যটক দিন তাড়াহুড়ো করতে না করেছেন। তাড়াহুড়ো করে কোনরকম বিপদে যাতে তারা না পড়েন সেই আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেপালের শান্তি ফিরলে প্রতিবেশীরা রাষ্ট্র হিসেবে খুশি হব।

পাশাপাশি এদিন তিনি বেকারত্ব কমিয়ে আনার কথাও বলেছেন। তাঁর কথায়, গত ১৪ বছরে দু কোটির বেশি কর্মসংস্থান হয়েছে। বেকারত্ব কমিয়ে আনা হয়েছে। প্রায় ৪০ শতাংশ কমিয়ে আনা হয়েছে। পাশাপাশি একাধিক প্রকল্পের সূচনা হয়েছে।