Languages

কাশ্মীরে সেনা অভিযান, গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি, আহত ৩ জওয়ান

ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য সেনাবাহিনীর। সোমবার সকালে কুলগাম জেলায় জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় অভিযানে নামে সেনা। সেনা জঙ্গির গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি। অভিযান চলাকালীন এক সেনা আধিকারিক-সহ জখম হয়েছেন তিন জওয়ান। ওই অঞ্চলে আরও দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। তাদের ঘিরে ফেলেছে সেনা। চলছে গুলির লড়াই।

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানা গিয়েছে, কুলগাম জেলার গুড্ডার জঙ্গলে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার গোপন খবর এসেছিল নিরাপত্তাবাহিনীর কাছে। অভিযানে নামে পুলিশ, সেনা ও সিআরপিএফের যৌথ বাহিনী। জঙ্গল ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। সেনাকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও দীর্ঘ গুলির লড়াইয়ের পর এখনও পর্যন্ত এক জঙ্গির মৃত্যু হয়েছে। অনুমান করা হচ্ছে, আরও ২ জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে। ফলে তল্লাশি ও গুলির লড়াই জারি রয়েছে। গুলির লড়াইয়ে আহত হয়েছেন ৩ জওয়ান।