ওয়েব ডেস্ক: মেট্রোর তিনটি নতুন রুটের উদ্বোধনে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী। কয়েকদিনের মধ্যে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেনার একটি সম্মেলনের উদ্বোধনে। অপারেশন সিঁদুরের পর দেশের মধ্যে ভারতীয় সেনা এবং কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক হতে চলেছে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে। ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হবে। ১৫ সেপ্টেম্বর ওই কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
মোদির সঙ্গে কলকাতায় আসছেন অজিত ডোভালও। একইদিনে মোদি-ডোভালের সঙ্গে কলকাতায় আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। তিনজনই যোগ দেবেন ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর অনুষ্ঠানে। অপারেশন সিঁদুরের পর এরাজ্যে মোদি, ডোভাল, রাজনাথের এই অনুষ্ঠানে যোগদান বেশ গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সূত্রে খবর, ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর বিশেষ অনুষ্ঠান যৌথবাহিনীর কমান্ডারদের সম্মেলন রয়েছে। তাতে যোগ দিতেই ১৫ তারিখ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের কলকাতায় আসা বলে জানা যাচ্ছে। ইস্টার্ন কমান্ডের মুখ্য জনসংযোগ আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, আগামী সোমবার ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে মোদি, রাজনাথ সিং, অজিত ডোভাল ছাড়াও থাকবেন সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। সেনাবাহিনীর সঙ্গে আলাদা করে বৈঠকও করতে পারেন তাঁরা।