Languages

দেশরাজকে নিয়ে তল্লাশি পুলিশের, অভিযুক্তের বাবাকে ট্রানজিট রিমান্ডে কৃষ্ণনগরে

ওয়েব ডেস্ক: কৃষ্ণনগরে ছাত্রী খুন কাণ্ডে ধৃত দেশরাজ সিংকে সোমবার দুপুরে কাঁচরাপাড়ার বাড়িতে নিয়ে যায় পুলিশ। তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ ও কিছু ডকুমেন্টস।
রাজস্থানের জয়সলমীর থেকে দেশরাজের বাবা রঘুবিন্দ প্রতাপ সিংকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় কৃষ্ণনগরে।

পুলিশ সূত্রে খবর, ধৃত দেশরাজ সিং ঈশিতাকে খুন করার পর তাকে আত্মগোপনে সাহায্য করেছিলেন তার বাবা। ঘটনার পর পুলিস দেশরাজের খোঁজে তল্লাশি চালাতে উত্তরপ্রদেশের দেউড়ি গ্রামে পৌঁছে গিয়েছিল। ছেলেকে যাতে পুলিস ধরতে না পারে, সে জন্য সমস্ত রকমের সহযোগিতা করেছিলেন তিনি। এর আগে দেশরাজের মামাকেও গ্রেফতার করা হয়েছিল তাকে সাহায্য করার জন্য।

বিএসএফের হেড কনস্টেবল হিসাবে সে রাজস্থানের জয়সলমেরে কর্মরত ছিল। গত ২৫ অগস্ট দুপুরে কৃষ্ণনগরের মানিকপাড়ায় বাড়ির ভিতরে ঢুকে ঈশিতাকে খুন করার অভিযোগ রয়েছে তাঁর প্রাক্তন সহপাঠী দেশরাজের বিরুদ্ধে। খুনের পরে তার বাবা তাকে আত্মগোপন করতে ও পালিয়ে যেতে সাহায্য করছিল বলে পুলিশের দাবি।