ওয়েব ডেস্ক: সপ্তাহের প্রথম কাজের দিনে ফের ব্যাহত মেট্রো পরিষেবা। সোমবার সকালে ব্যস্ত সময় কবি নজরুল মেট্রো স্টেশনে ডাউন লাইনে একটি মেট্রো রেকে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তার ফলে আপাতত কবি নজরুল থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ পরিষেবা। চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্য যাতায়াতকারীরা।
দীর্ঘ ক্ষণ কলকাতা মেট্রোর ব্লু লাইনের বড় অংশে পরিষেবা বন্ধ। পাতালের ভিড় উঠে এল কলকাতার রাস্তায়। জানা গিয়েছে কবি নজরুল মেট্রো স্টেশনে ডাউন লাইনে একটি মেট্রো রেকে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তার ফলে আপাতত কবি নজরুল থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ পরিষেবা। সোমবার সকাল ৮টা নাগাদ কবি নজরুল থেকে শহিদ ক্ষুদিরামের মাঝে আচমকাই দাঁড়িয়ে পড়ে একটি মেট্রো। বিদ্যুৎ সরবরাহে বিভ্রাটের জেরেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। সকালে ৮টা ৫৪ মিনিট পর্যন্ত সেই মেট্রোটি দুটি স্টেশনের মাঝে আটকে থাকে
এর আগে একাধিকবার মেট্রো বিভ্রাটের খবর সামনে এসেছিল। কয়েকদিন আগে সকালের ব্যস্ত সময়ে ব্যাহত হয়েছিল মেট্রো পরিষেবা। মেট্রোর পাতালপথে জল ঢুকে যাওয়ায় মতো ঘটনা সামনে এসেছে। এর ফলে সমস্যায় পড়েছিলেন অফিসযাত্রী, স্কুল–কলেজের ছেলেমেয়েরা। এটা ঘটনা বারবার মেট্রো বিভ্রাট দেখা দিচ্ছে। কখনও আত্মহত্যার চেষ্টা, কখনও যান্ত্রিক গোলযোগ। সমস্যা কিন্তু মিটছে না।