Languages

বালি পাচারের তদন্তে অ্যাকশন মুডে ইডি, বেহালা, ঝাড়গ্রাম-সহ রাজ্যের ২২ জায়গায় তল্লাশি

ওয়েব ডেস্ক: বালি পাচারের তদন্তে প্রথমবার অভিযান চালাল ইডি। সোমবার সকালেই ঝাড়গ্রাম ও বেহালা, রিজেন্ট পার্কে একযোগে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, এই প্রথমবার বালি ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে সরাসরি পদক্ষেপ নিল ইডি। কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা-সহ ২২টি জায়গায় চলছে তল্লাশি।

বালি পাচারের মোটা অঙ্কের টাকা বিমায় গিয়েছে বলে অনুমান তদন্তকারীদের। আর সেই সূত্র ধরেই ইডির একটি বিশাল টিম রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে যান। তল্লাশি চলছে গোপীবল্লভপুর ব্লকের একাধিক জায়গায়। শুধু তাই নয়, গোপীবল্লভপুর -১ ব্লকের নয়াবসানে শেখ জাহিরুলের বাড়িতেও পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা। তাঁর অফিসের পাশাপাশি গাড়িতেও পরীক্ষা চালানো হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত নথি। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই সূত্র ধরেই বেহালা, রিজেন্ট পার্ক, বিধাননগর, কল্যাণী-সহ একাধিক জায়গাতেও ইডির অভিযান চলছে বলে খবর। ইডি সূত্রে খবর, বালি পাচার ও বেআইনি ব্যবসার অভিযোগ নিয়েই এই অভিযান। কীভাবে এবং কোন কোন জায়গায় অনিয়ম হয়েছে, কীভাবে সরকারি রেটের চেয়ে বেশি দামে বালি বিক্রি করা হয়েছে— সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে।