ওয়েব ডেস্ক: ফের কলকাতায় গণধর্ষণের অভিযোগ। তরুণীর অভিযোগ, জন্মদিনের পার্টিতে ২ বন্ধু তাঁকে ধর্ষণ করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার, ৫ সেপ্টেম্বর হরিদেবপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, চন্দন মল্লিক এবং দীপ বিশ্বাস নামে দুই অভিযুক্ত পলাতক। তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ।
তরুণী হরিদেবপুর থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা তরুণীর সঙ্গে কয়েক মাস আগে আলাপ হয়েছিল চন্দন মল্লিকের। নিজেকে দক্ষিণ কলকাতার একটি বড়পুজো কমিটির কর্তা বলে পরিচয় দেয় ওই ব্যক্তি। তার সূত্রেই তরুণীর সঙ্গে দ্বীপ নামের এক যুবকের পরিচয়। তারা দু’জনে তরুণীকে ওই পুজো কমিটির সঙ্গে যুক্ত করিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেয়। তাদের প্রায় কথা হত বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ঘটনার দিন রাতে রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে চন্দন ওই তরুণীকে নিয়ে যায়। একসঙ্গে খাবার খায় তারা। এরপর বাড়ি যাওয়ার কথা বলাতে তরুণীকে জোর করে ঘরে বন্ধ করে দেয় চন্দন। অভিযোগ, দীপ ও চন্দন মিলে এরপর তাঁকে ধর্ষণ ও মারধর করে।
বিষয়টি প্রথমে কাউকে না জানালেও, পরে পরিবারকে জানান তরুণী। শনিবার রাত নাগাদ হরিদেবপুর থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত দুই যুবক এখনও পলাতক। তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।