ওয়েব ডেস্ক: গণধর্ষনের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করল বর্ধমান থানার পুলিশ। শনিবার বর্ধমান শহরের রসিকপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। ধৃতরা আলি তফাদার, সোনা তফাদার ও বিকি তফাদার।
অভিযোগ, দুদিন আগে এক মহিলাকে ধর্ষনের চেষ্টায় জড়িত ছিল অভিযুক্তরা। অভিযোগকারী মহিলা সোশ্যাল মাধ্যমে এই বিষয়ে পোস্ট করে বিষয়টি জানান। পরে বর্ধমান মহিলা থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে অভিযোগকারী ওই মহিলাকে বর্ধমান মহিলা থানায় দেখে পাঠানো হয়। গোটা বিষয়টি জানতে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।