Languages

গ্রহণের সময় রং বদলাবে চাঁদ! কখন দেখবেন এই বিরল দৃশ্য?

রবিবার রাতের আকাশে বিরল দৃশ্য দেখার সুযোগ পেতে চলেছে ভারতসহ পৃথিবীর বহু দেশ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়ে চাঁদ রক্তবর্ণ হয়ে উঠবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, বহু বছর পরে এত দীর্ঘ সময় ধরে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। ভারতীয় সময় রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত চলবে এই গ্রহণ, যার মধ্যে প্রায় ৮২ মিনিট ধরে চাঁদের ওপর সম্পূর্ণ ছায়া পড়বে। এত দীর্ঘ সময় ধরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আবার দেখতে অপেক্ষা করতে হবে আরও তিন বছর—২০২৮ সালের ৩১ ডিসেম্বর।

চাঁদের নিজস্ব আলো নেই। সূর্যের আলো চাঁদে পড়ে তাকে আলোকিত করে। যখন পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে চলে আসে, তখন সূর্যের আলো চাঁদে পৌঁছাতে পারে না এবং পৃথিবীর ছায়া পড়ে চাঁদের ওপর। এই সময়ই চন্দ্রগ্রহণ হয়। পূর্ণগ্রাসের সময়ে পৃথিবীর ছায়ায় ঢেকে গিয়ে চাঁদের রং লালচে হয়ে ওঠে। সেই কারণেই এই ঘটনা ‘রক্ত চাঁদ’ বা ‘ব্লাড মুন’ নামে পরিচিত।

এই চন্দ্রগ্রহণ এশিয়া, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার বিস্তৃত অঞ্চলে দৃশ্যমান হবে। ভারতের প্রায় সব শহর থেকেই এই গ্রহণ স্পষ্টভাবে দেখা যেতে পারে। কলকাতা, দিল্লি, মুম্বই, পুণে, লখনউ, হায়দরাবাদ, চণ্ডীগড়সহ বিভিন্ন শহরের বাসিন্দারা আবহাওয়া অনুকূল থাকলে এই বিরল দৃশ্য দেখতে পারবেন।

গ্রিনিচ সময় অনুসারে ৭ সেপ্টেম্বর বিকেল ৩টা ২৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা ৫৮ মিনিটে শুরু হবে এই ঘটনা। গ্রহনের শেষ সময় ইউটিসি অনুযায়ী রাত ৮টা ৫৫ মিনিট, অর্থাৎ ভারতে ৮ সেপ্টেম্বর রাত ২টা ২৫ মিনিট। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে রাত ১১টা থেকে ১২টা ২২ মিনিট পর্যন্ত। সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় চাঁদের রং টকটকে লাল হবে রাত ১১টা ৪২ মিনিটে।