ওয়েব ডেস্ক: রাত পোহালেই এসএসসি পরীক্ষা। তাই পরীক্ষা কেন্দ্র গুলো আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। রাজ্যের মোট ৬৩৬ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। কলকাতার ৪১ টি কেন্দ্রে হবে পরীক্ষা। তার মধ্যে রয়েছে যাদবপুর বিদ্যাপীঠ। পরীক্ষার আগের দিন শনিবার স্কুল জুড়ে কড়া নিরাপত্তা নজরে এসেছে। প্রতিটি ঘরে ওয়াল ক্লক লাগানো হয়েছে। পাশাপাশি সমস্ত ঘরে সঠিকভাবে রোল নাম্বার এবং নোটিশ টাঙানো হয়েছে
রবিবার নবম দশমের নিয়োগের পরীক্ষায় বসবেন পরীক্ষার্থীরা। ৭ সেপ্টেম্বর প্রথম পর্বের পরীক্ষা হবে, তথ্য সেপ্টেম্বর হবে একাদশ দ্বাদশ এর পরীক্ষা। রবিবারের পরীক্ষার জন্য কড়া ব্যবস্থা নিয়েছে এসএসসি।
রবিবার ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।রবিবার এসএসসি-র নবম দশমের জন্য ২৩ হাজার ২১২টি আসনে পরীক্ষা নেওয়া হবে। ১৪ সেপ্টেম্বর একাদশ দ্বাদশের জন্য ১২,৫১৪টি শূন্যপদের জন্য পরীক্ষা হবে। ৫ লক্ষের বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন।
এবার পরীক্ষা। সেই কারণে একাধিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে। দুপুর ১২ টা থেকে শুরু হবে পরীক্ষা। সকাল দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার কথা জানানো হয়েছে। নির্দিষ্ট সময়ের আগে ফিল করা প্রশ্নপত্র পরীক্ষার্থীরা খুলতে পারবে না বলে এসএসসি পক্ষ থেকে জানানো হয়েছে।