Languages

লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের দোকানের ৩ মালিককে গ্রেফতার

ওয়েবডেস্ক : লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের দোকানের ৩ মালিককে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। আগেই এন্য় মামলায় ওই দোকানের কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। এবার ওই দোকানের ৩ মালিককে গ্রেফতার করা হয়। ব্যবসায়ীদের কাছে বেআইনীভাবে কার্তুজ পাঠানো হচ্ছিল।রহড়ার ফ্ল্যাট থেকে অস্ত্র ভান্ডারের হদিশ মিলেছিল চার আগস্ট। সেই ঘটনার তদন্তে নেমেই ৩জনকে গ্রেফতার করা হয়। ব্যারাকপুর আদালতে তোলা হবে ৩জনকে। এদিন বাজেয়াপ্ত করা হয়েছে ৪১ আগ্নেয়াস্ত্র।ধৃতদের নাম সুবীর দাঁ, আভির দাঁ, সুব্রত দাঁ। ধৃতেরা তিন ভাই।

উল্লেখ্য গত মাসে ওই আবাসনের ফ্ল‍্যাট থেকে উদ্বার হয় ১০০০ রাউন্ড গুলি ও ১৫টি আগ্নেয়াস্ত্র। গ্রেফতার করা হয়েছিল মধুসূদন নামে এক জনকে। রহড়া থানা এলাকার মধ্যে পড়ে এই রিজেন্ট পার্ক এলাকা। অ্যাপার্টমেন্টের একতলার একটি ঘর থেকে এই বিপুল অস্ত্র উদ্ধার হয় এ দিন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এ ভাবে ফ্ল্যাটের মধ্যে এত আগ্নেয়াস্ত্র মজুত ছিল, ভাবতেই পারছেন না তাঁরা।