Languages

“গব্বর সিং ট্যাক্স” বলা কংগ্রেসই GST-র কৃতিত্ব চায়, কটাক্ষ নির্মলার

ওয়েব ডেস্ক: সম্প্রতি জিএসটি ব্যবস্থার পরিবর্তন করা হয়েছে। চারটি স্ল্যাবের জায়গায় ২টি স্ল্যাব রাখা হয়েছে। ৫ শতাংশ ও ১৮ শতাংশ জি এস টি ব্যবস্থা রাখা হয়েছে। এই নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেছেন, কংগ্রেস এই কর ব্যবস্থাকে গব্বর সিং ট্যাক্স বলে কটাক্ষ করেছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে ভারতে বিশ্বের সর্বোচ্চ আয়কর হার ছিল।

যারা একসময় জিএসটিকে গব্বর সিং ট্যাক্স বলে উপহাস করেছিল, তারা আজ এই কর ব্যবস্থার কৃতিত্ব দাবি করছে। কংগ্রেসের উচিত জবাব দেওয়া কেন তারা তাদের আমলে এটি বাস্তবায়ন করতে পারেনি?
ইন্দিরা গান্ধীর আমলে কংগ্রেস সরকার ৯১ শতাংশ আয়কর আরোপ করেছিল।সেই সময়ে, কেউ যদি ১০০ টাকা আয় করত, তাহলে ৯১ টাকা কর হিসেবে দিয়ে দিতে হত। যারা একসময় ৯১ শতাংশ কর আরোপ করেছিল, তারা এখন জিএসটির কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে।

উৎসবের মরশুমের মধ্যেই দেশবাসীকে বড় উপহার মোদি সরকারের। একাধিক ক্ষেত্রে জিএসটির পরিমাণ কমিয়ে মধ্যবিত্তকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করা হয়েছে। জিএসটি কাঠামোতে বড় পরিবর্তণ এনেছে মোদি সরকার। আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে জিএসটির এই নতুন স্ল্যাব।ওইদিন সূচনা হবে নবরাত্রীর। সেই দিন থেকেই জিএসটির নতুন কাঠামো কার্যকর হবে গোটা দেশে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার জিএসটি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে। জিএসটি-র ১২ শতাংশ এবং ২৮ শতাংশ স্ল্যাব বাতিল করা হয়েছে। এবার থেকে তিনটি জিএসটি স্ল্যাব থাকবে। ৫ শতাংশ ও ১৮ শতাংশের সঙ্গে আরও এক বিশেষ স্ল্যাব অন্তর্ভূক্ত করা হয়েছে। বিলাসবহুল, তামাকজাত পণ্য ও লটারির ওপর ৪০ শতাংশ কর ধার্য করা হবে বলে জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।