Languages

শিল্পা-রাজের বিরুদ্ধে লুকআউট নোটিশ মুম্বই পুলিশের

ওয়েব ডেস্ক: ৬০ কোটির জালিয়াতি কাণ্ডে অভিনেত্রী শিল্পা শেট্টি ও তার স্বামীর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি। তাদের বিরুদ্ধে এবার লুকআউট নোটিশ জারি করেছে মুম্বই পুলিশ।
জানা গিয়েছে,বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি খুলেছিলেন শিল্পা এবং রাজ। কিন্তু বর্তমানে সেটি বন্ধ হয়ে গিয়েছে। একটি বন্ধ যাওয়া একটি কোম্পানিকে সামনে রেখে প্রতারণা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে খবর, শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা মাঝেমধ্যেই বিদেশ সফরে যান। সেই জন্য তাঁদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে।গত মাসে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে জুহু থানায় মামলা হয়। পরে সেটি মুম্বই পুলিসের অর্থনৈতিক অপরাধ দমন শাখার হাতে স্থানান্তর করা হয়েছে।

ব্যবসায়ী দীপক কোঠারির অভিযোগ, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি ব্যবসা সম্প্রসারণের জন্য তারকা দম্পতির কোম্পানি বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে ৬০.৪৮ কোটি টাকা দিয়েছিলেন। কিন্তু সেই তহবিল ব্যক্তিগত খরচের জন্য ব্যবহার করা হয়েছিল।