অবিরাম বৃষ্টিতে জলমগ্ন গুরুগ্রামের রাস্তাঘাট। কোথাও হাঁটু জল, কোথাও আবার গাড়ির চাকা পর্যন্ত ডুবে গেছে। এরই মধ্যে তৈরি হয়েছে তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। ট্রাফিকের এই দুর্বিষহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই অবাক করা পদক্ষেপ নিলেন এক তরুণ।
সম্প্রতি ইনস্টাগ্রামে ‘গুরগাঁও_লোকাল্স’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, দীর্ঘ সময় জ্যামে আটকে থাকার পর এক যুবক তাঁর স্কুটারের আরোহীকে নামিয়ে দেন। তারপর হঠাৎই উল্টে স্কুটারটি মাথায় তুলে নেন তিনি। ভারী দুইচাকার বোঝা বহনে সাহায্য করেন পিছনের আরোহীও। দু’জনে মিলে গাড়ির ভিড়ের মধ্যে হাঁটা শুরু করেন বাড়ির উদ্দেশে।
অভূতপূর্ব এই দৃশ্য দেখে অবাক হয়েছেন নেটাগরিকেরা। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন শহরের বেহাল পরিস্থিতি ও প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে। আবার অনেকেই রসিকতার ছলে তরুণটিকে তুলনা করেছেন জনপ্রিয় চলচ্চিত্র বাহুবলী-র সঙ্গে। ছবির সেই বিখ্যাত দৃশ্যের উল্লেখ করে কেউ লিখেছেন, “প্রভাস শিবলিঙ্গ তুলেছিলেন, আর গুরুগ্রামের এই বাহুবলী তুললেন স্কুটার!”
বৃষ্টি যে সাধারণ মানুষের জীবনযাত্রা কতটা বিপর্যস্ত করেছে, সেই বাস্তব চিত্রই ফুটে উঠেছে এই ভিডিয়োয়। হাসি-ঠাট্টার আড়ালে নিত্যযাত্রীদের অসুবিধা এবং নগর জীবনের চরম দুর্দশার কথাই মনে করিয়ে দিচ্ছে এই ঘটনা।
View this post on Instagram
A post shared by Gurgaon Locals | Food | Travel | lifestyle ✨ (@gurgaon_locals)