Languages

শিক্ষক দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজ্যের সকল শিক্ষকদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্সহ্যান্ডেলে এক্সপোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শুক্রবার তিনি লিখেছেন, আজ ‘শিক্ষক দিবস’। প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস। তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। এই পুণ্যদিনে সকল শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপক-অধ্যাপিকা ও অশিক্ষক কর্মীবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। নবপ্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করে তোলার মূল কারিগর তাঁরাই। গতকাল যথাযোগ্য মর্যাদায় আমরা ‘শিক্ষক দিবস’-এর অনুষ্ঠান পালন করেছি।

সেখানে সমাজের প্রতি শিক্ষকদের এই অসাধারণ অবদানকে স্বীকৃতি জানাতে রাজ্যের বিভিন্ন স্কুল, আই টি আই – এর বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের ‘শিক্ষারত্ন’ সম্মাননা জ্ঞাপন করা হয়েছে। সেরা স্কুলগুলোকেও পুরস্কৃত করা হয়েছে। এছাড়া রাজ্যের কৃতী ছাত্রছাত্রী যারা এবারের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, আলিম, ফাজিল, হাই-মাদ্রাসা, ICSE, ISC, CBSE এবং ভোকেশনাল পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছে, তাদেরও সম্মানিত করা হয়েছে। সকলকে আমি আর একবার আমার আন্তরিক অভিনন্দন জানাই।