Languages

আগামী ক’দিন ভারী বৃষ্টি? কোন কোন জেলা ভাসবে দেখে নিন

ওয়েব ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আপাতত সরাসরি বাংলায় প্রভাব ফেলছে না। তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গে আর্দ্রতা বাড়ছে। সেই কারণেই আগামী কয়েক দিন বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সম্ভাবনা প্রবল। কলকাতায় শুক্রবার বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি হয়েছে।

শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে শহরের আকাশ। সঙ্গী ভ্যাপসা গরম। তবে এখনই বাংলার আকাশ থেকে বিদায় নিচ্ছে না বৃষ্টি। সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছিল শহর কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা । আগামী কয়েকদিনেও তেমনই ঝড় বৃষ্টির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে বলে পূর্বাভাস। শুক্রবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুতের সম্ভাবনা প্রবল। কলকাতায় আবার সোমবার ঝড়বৃষ্টি নামতে পারে। সে দিন দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকবে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেই সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।