Languages

পুজোয় প্রকাশ পাবে মুখ্যমন্ত্রীর লেখা ১৭টি গান!

ওয়েব ডেস্ক: পুজোয় প্রকাশ পাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৭টি গান। বিধানসভার স্টাফ রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে যোগ দিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। সূত্রের খবর, এবার পুজোয় শহরের অন্যতম বড় পুজো টালা প্রত্যয়ের পুজোর থিম সং লিখতে পারেন তিনি।

এর আগে দক্ষিণ কলকাতার বড় পুজো সুরুচি সংঘের পুজোর থিম সং লিখেছিলেন মমতা।গত কয়েক বছর ধরেই সুরুচি সংঘের দুর্গাপুজোর থিম সং লিখছেন মুখ্যমন্ত্রী। ‘মাগো তোমার এত রূপ দেখিনি তো আগে..’র মতো জনপ্রিয় গানের কথা লিখেছিলেন তিনি। মুখ‌্যমন্ত্রীর লেখা ও সুর দেওয়া গান সুরুচির হয়ে বিভিন্ন বছরে গেয়েছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু, শান, জিৎ গঙ্গোপাধ‌্যায়, পলক মুচ্ছলের মতো বলিউডের শিল্পীরা।এবার উত্তর কলকাতার অন্যতম সেরা পুজোর থিম সঙে তাঁর কথা থাকবে বলে শোনা যাচ্ছে।