ওয়েব ডেস্ক: আজ শুক্রবার থেকে চলাচল শুরু হল নতুন এক জোড়া লোকাল ট্রেনের। শিয়ালদহ-বনগাঁ ও শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় ছুটল এই জোড়া এসি লোকাল।শুক্রবার সকালে রানাঘাট থেকে বনগাঁয় পৌঁছয় ট্রেনটি। বনগাঁ থেকে রওনা দিয়েছে শিয়ালদহের উদ্দেশ্যে। একই সঙ্গে শিয়ালদহ কৃষ্ণনগর শাখায়ও ছুটল এসি ট্রেন। স্বাভাবিকভাবেই এই ট্রেন নিয়ে যাত্রীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
শিয়ালদহ-রানাঘাট শাখায় চালু হয়েছিল এসি লোকাল। তখনই জানা গিয়েছিল আরও ২ টি শাখায় চালু হবে এই বিশেষ ট্রেন। সেই মতো আজ, ৫ সেপ্টেম্বর থেকে বনগাঁ ও কৃষ্ণনগর শাখার চালু হল এসি লোকাল। শুক্রবার সকাল সাতটা বেজে ১১ মিনিটে রানাঘাট স্টেশন থেকে ছাড়ে বনগাঁ শাখার ট্রেনটি। মাঝে ঠাকুরনগর, গোবরডাঙা, হাবরা, দত্তপুকুর, বারাসাত, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, দমদম জংশন, বিধান নগর রোড স্টেশনে ট্রেনটি থামে। ৯ টা বেজে ৩৭ মিনিটে পৌঁছয় শিয়ালদহে।