ওয়েব ডেস্ক: ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে নবরাত্রী। তার আগেই মধ্যবিত্তের পকেটে স্বস্তি। উৎসবের মরশুমে ভালো খবর শোনাল কেন্দ্রীয় সরকার। জিএসটি স্ল্যাবের মধ্যে বড় পরিবর্তন এনেছে কেন্দ্র। একাধিক ক্ষেত্রে জিএসটির পরিমাণ কমিয়ে মধ্যবিত্তকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করা হয়েছে।
বুধবার সাংবাদিক সম্মেলনে এসে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন,বুধবারের বৈঠকে ১২ শতাংশ ও ১৮ শতাংশের GST স্ল্যাব তুলে দেওয়া হয়েছে। ৫ শতাংশ, ১২ শতাংশ ও ৪০ শতাংশের স্ল্যাব অন্তর্ভূক্ত করা হয়েছে। এ ব্যাপারে কী বলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীমারামন। স্বাস্থ্যবিমায় GST মুকুবের কথা বললেন তিনি।
জিএসটির নয়া কাঠামো নিয়ে বিজেপি শাসিত কেন্দ্রের প্রস্তাবে সমর্থন জানালেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য। বুধবার GST কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৈঠকে উপস্থিত সব রাজ্যের অর্থমন্ত্রীদের ধন্যবাদ জানান। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমাও। নির্মলা সীতারমন বলেন, ‘সাধারণ মানুষের কথা ভেবে প্রত্যেকে এই প্রস্তাবকে সমর্থন করেছেন।’
এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, জিএসটি রেট কমানোর ফলে প্রায় ৪৭,৭০০ কোটি টাকার রাজস্ব ঘাটতি হতে পারে। যদিও উত্তরপ্রদেশের অর্থমন্ত্রী সুরেশ খন্না জানান, ডিমেরিট পণ্যে কর হার নিয়ে আলোচনা চূড়ান্ত হয়নি। অতিরিক্ত ৪০% এর বেশি শুল্কের সিদ্ধান্ত পরে হবে। আজ টানা ১০.৫ ঘণ্টা চলা ৫৬তম জিএসটি বৈঠকে কেন্দ্র-রাজ্য মিলে গুরুত্বপূর্ণ প্রস্তাব আলোচনা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জিএসটির কাঠামোয় সংস্কারের ফলে সাধারণ মানুষ লাভবান হবে, সহজ হবে ব্যবসা। স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষনা করেছিলেন দিওয়ালির বড় উপহার দেওয়া হবে। দিওয়ালির অনেক আগেই সেই উপহার দিলেন। জি এস টি নিয়ে বড় উপহার আসতে চলেছে তা বোঝা দিয়ে গিয়েছিল। এবার সেটাই স্পষ্ট হল। জিএসটির স্ল্যাবে বড় পরিবর্তন এনেছে কেন্দ্র।