Languages

বিজেপি বিশ্বাসঘাতকের দল, বিধানসভায় কটাক্ষ মমতার

ওয়েব ডেস্ক: বাংলা ভাষার ওপর আক্রমণের ইস্যুতে বিধানসভায় প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলার সময় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। এই বিষয়টিকে কোনভাবেই মেনে নিতে পারেননি মুখ্যমন্ত্রী। এই ঘটনায় সোচ্চার হয়ে বিজেপি এবং নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদিকে চোর বলে কটাক্ষ করেছেন তিনি।

বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে ধিক্কার জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বিজেপি বিশ্বাসঘাতকের দল। বিধানসভায় কোনো নিয়ম মানে না বিজেপি। এত নিম্ন রুচির দল আমি আগে দেখিনি। মুখ্যমন্ত্রীর মুখে আর নেই দরকার, মোদি সরকার। আর নেই দরকার অমিত, শাহ সরকার। বিজেপিকে চোর বলে বিধানসভায় আক্রমণ মুখ্যমন্ত্রীর। বিজেপিকে চোরেদের জমিদার ও লুটেরার দল বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট এলেই সিএএ, এনআরসির কথা শোনা যায়। ভেদাভেদের রাজনীতি করে বিজেপি। মোদির সবথেকে বড় চোর বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।