Languages

উৎসবের মরশুমে দেশবাসীকে উপহার মোদি সরকারের

ওয়েব ডেস্ক: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। তার মধ্যেই দেশবাসীকে বড় উপহার মোদি সরকারের। একাধিক ক্ষেত্রে জিএসটির পরিমাণ কমিয়ে মধ্যবিত্তকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করা হয়েছে। জিএসটি কাঠামোতে বড় পরিবর্তণ এনেছে মোদি সরকার। আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে জিএসটির এই নতুন স্ল্যাব।ওইদিন সূচনা হবে নবরাত্রীর। সেই দিন থেকেই জিএসটির নতুন কাঠামো কার্যকর হবে গোটা দেশে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার জিএসটি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে। জিএসটি-র ১২ শতাংশ এবং ২৮ শতাংশ স্ল্যাব বাতিল করা হয়েছে। এটি আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে তিনটি জিএসটি স্ল্যাব থাকবে। ৫ শতাংশ ও ১৮ শতাংশের সঙ্গে আরও এক বিশেষ স্ল্যাব অন্তর্ভূক্ত করা হয়েছে। বিলাসবহুল, তামাকজাত পণ্য ও লটারির ওপর ৪০ শতাংশ কর ধার্য করা হবে বলে জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবারের বৈঠকে ১২ শতাংশ ও ১৮ শতাংশের জিএসটি স্ল্যাব তুলে দেওয়া হয়েছে। ৫ শতাংশ, ১২ শতাংশ ও ৪০ শতাংশের স্ল্যাব অন্তর্ভূক্ত করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীমারামন স্বাস্থ্যবিমায় GST মুকুবের কথা বললেন তিনি। কোন কোন জিনিসের দাম বাড়ছে এবং কমছে তাও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

জিএসটি কাউন্সিলের নতুন নিয়ম অনুযায়ী মাথার তেল, সাবান, শ্যাম্পু, টুথ ব্রাশ, টুথপেস্ট, বাইসাইকেল, টেবিল ও রান্নাঘরের জিনিসে ৫ শতাংশ জিএসটি লাগু হবে। তবে ইউএইচটি দুধ, ছানা, পনির ও সব ভারতীয় রুটি জিএসটি মুক্ত থাকছে। নোনতা খাবার, ভুজিয়া, সস, পাস্তা, নুডলস, চকলেট, কফি, সংরক্ষিত মাংস, কর্নফ্লেক্স, বাটার ও ঘিতেও ৫ শতাংশ জিএসটি বসবে। এসি, সকল ধরনের টিভি, ডিসওয়াশার, ছোট গাড়ি ও ৩৫০ সিসি বাইকে ১৮ শতাংশ জিএসটি প্রযোজ্য হবে।