ওয়েব ডেস্ক:ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষনা করেছিলেন দিওয়ালির বড় উপহার দেওয়া হবে। দিওয়ালির অনেক আগেই সেই উপহার দিলেন। জি এস টি নিয়ে বড় উপহার আসতে চলেছে তা বোঝা দিয়ে গিয়েছিল। এবার সেটাই স্পষ্ট হল।
২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে নবরাত্রী। তার আগেই মধ্যবিত্তের পকেটে স্বস্তি। উৎসবের মরশুমে ভালো খবর শোনাল কেন্দ্রীয় সরকার। জিএসটি স্ল্যাবের মধ্যে বড় পরিবর্তন এনেছে কেন্দ্র। একাধিক ক্ষেত্রে জিএসটির পরিমাণ কমিয়ে মধ্যবিত্তকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করা হয়েছে।
বুধবার সাংবাদিক সম্মেলনে এসে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন,জিএসটি-র নতুন স্ল্যাব ঘোষণার পর কোল্ডড্রিঙ্কস, পানমশলা, গুটখা, সিগারেট, জর্দা, বিড়ির মতো পণ্যে ৪০ শতাংশ জিএসটি বসানো হবে। অর্থাৎ এগুলির দাম অনেক বাড়ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, নবরাত্রির প্রথম দিন অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটির হার। একাধিক জৈব কীটনাশক ও কৃষি উপকরণে ব্যাপকভাবে জিএসটি কমানো হচ্ছে। সিমেন্টের উপর GST কমে ১৮ শতাংশে আনা হচ্ছে। গাড়ির যন্ত্রাংশের উপর জিএসটি ১৮% করা হল। বিলাসবহুল গাড়ির দাম বাড়বে বলে জানানো হয়েছে। তামাকজাত দ্রব্য, ঠাণ্ডা পানীয়, ব্যক্তিগত এয়ারক্রাফ্ট ৪০ শতাংশ জিএসটির আওতায় আনা হচ্ছে।