Languages

নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শ্রীলেখা মিত্র

ওয়েব ডেস্ক: নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ। অভিনেত্রীর দাবি, তাকে বয়কট করা হয়ছে সামাজিক ভাবে। তার বাড়ির সামনে পোস্টার ব্যানার এ ঘিরে দেওয়া হয়েছে। সামাজিকভাবে বয়কট করে হ্যারাস করা হচ্ছে তাকে। মামলা দায়ের এর অনুমোদন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। মামলা দায়ের হলে আগামী সপ্তাহে শুনানের সম্ভাবনা। সম্প্রতি সরকার বিরোধী এবং শাসক দল বিরোধী বেশ কিছু কার্যকলাপের জন্য অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে বলে দাবি করেন অভিনেত্রী।

তিলোত্তমা বিচারের দাবিতে গত ৯ অগস্ট পথে নেমেছিলেন অভিনেত্রী। এক বছর পরও কেন বিচার পেলেনা না তিলোত্তমার বাবা-মা, সে প্রশ্ন তুলেছিলেন। মুখ্যমন্ত্রীকেই নয়, কেন্দ্র সরকারকেও এক যোগে বিঁধেছিলেন নেত্রী। প্রশ্ন তুলেছিলেন সিবিআই-এর ভূমিকা নিয়ে। শ্রীলেখা বলেছিলেন, “বিজেপিকে জিজ্ঞেস করুন, যে সিবিআই কী করছে? শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন, সিবিআই কী করছে? তাঁর তো জানার কথা।” অভিযোগ, তারপর থেকেই বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছেন শ্রীলেখা। তাঁকে বয়কটের ডাক দিয়ে ব্যানার পড়ছে। বেহালার সোদপুরে অভিনেত্রীর বাড়ির সামনে পড়ে ব্যানার। সমাজ মাধ্য়মেও তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ।এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী।