ওয়েব ডেস্ক: শুরুটা হয়েছিল দু’বছর আগে। দুটি জনগোষ্ঠীর মধ্যে অশান্তি ঘিরে রক্তাক্ত হয়েছিল মনিপুর। দু’বছর পেরিয়েও এখনো পুরো শান্তি আসেনি ওই রাজ্যের। মাঝেমধ্যেই অশান্তির আগুন উসকে ওঠে। বিরোধীরা বারবার অভিযোগ করেছেন, মনিপুরের মধ্যে এত অশান্তির আগুন জ্বলছে, অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একবারের জন্যও পা রাখেননি মণিপুরে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বারবার কটাক্ষ করেছেন মোদিকে। একাধিক জনসভা থেকে মনিপুরে যাওয়ার কথা বলেছেন। কিন্তু মনিপুরে পা রাখেন নি প্রধানমন্ত্রী। তার জায়গায় মণিপুরে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রাণ হারিয়েছেন আড়াইশোর বেশি মানুষ। গৃহহীন প্রায় ৬০ হাজার। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দেশ বিদেশ ঘুরে বেড়ালেও একবারের জন্যও মণিপুরে যাননি প্রধানমন্ত্রী। সব ঠিকঠাক থাকলে চলতি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি তিনি গোষ্ঠী সংঘর্ষে বিদীর্ণ এই রাজ্য সফরে যাবেন বলে সূত্রের খবর। দিনক্ষণ এখনো স্পষ্ট না হলেও, মনে করা হচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে হিংসার আগুনে বিধ্বস্ত মনিপুরে যেতে পারেন তিনি।
মনে করা হচ্ছে,ইম্ফলের কাংলা এবং চুড়াচাঁদপুরের পিস গ্রাউন্ডে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। মোদির সম্ভাব্য সফর সম্পর্কে সরকারি আধিকারিকরা কিছু বলেননি।