Languages

‘আমার মাকেও ছাড়েনি… এটা খুবই দুঃখজনক, বিহারের সভায় বিতর্ক নিয়ে মুখ খুললেন মোদি

ওয়েব ডেস্ক: বিহারের একটি রাজনৈতিক জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর মাকে নিয়ে গালি দেওয়া হয়েছিল। কংগ্রেস এবং আরজেডির ভোটাধিকার যাত্রার মঞ্চ থেকে সেই গালি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী।

বিষয়টি নিয়ে কংগ্রেস এবং আরজেডিকে তুলোধোনা করেন। এদিকে এই ঘটনায় ইতিমধ্যই নেক মহম্মদ রিজভি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।এই ঘটনা ঘিরে কংগ্রেস এবং বিজেপির খণ্ডযুদ্ধ বেধেছে। কলকাতাতেও কংগ্রেসের রাজ্য সদর দফতরে হামলা চালিয়েছিল বিজেপি।

এ প্রসঙ্গে মোদি বলেন, ‘আমার মা আমাকে তাঁর থেকে আলাদা করেছিলেন যাতে আমি আপনাদের মতো কোটি কোটি মায়ের সেবা করতে পারি। আপনারা সকলেই জানেন যে এখন আমার মা বেঁচে নেই। কিছুদিন আগে, ১০০ বছর পূর্ণ করার পর, তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আমার সেই মা, যাঁর রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই, তিনি আর নেই, তাঁকে আরজেডি, কংগ্রেসের মঞ্চ থেকে নিকৃষ্ট ভাষায় গালি দেওয়া হয়েছিল। তাঁকেও ছাড়েনি.. বোনেরা এবং মায়েরা, আমি আপনাদের মুখ দেখতে পাচ্ছি; আপনারা যে কষ্ট অনুভব করেছেন, তা আমি কেবল কল্পনা করতে পারি। এটা খুবই দুঃখজনক, বেদনাদায়ক।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কংগ্রেস সর্বদা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মান করে। তিনি একজন দরিদ্র, আদিবাসী পরিবার থেকে এসেছেন। নারীদের প্রতি এই ঘৃণার রাজনীতি বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ।