Languages

নজর ঘোরাতেই গ্রামীণ ব্যাঙ্কে অ্যাকাউন্ট জীবনকৃষ্ণের

ওয়েব ডেস্ক: ইডির নজরে বড়ঞাঁর বিধায়ক জীবনকৃষ্ণ সাহার একাধিক অ্যাকাউন্ট। বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের একাউন্টেও টাকা গিয়েছে। প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে বলে জানিয়েছে ইডি। সুত্রের খবর ১৪ টি সম্পত্তি নথি মিলেছে। যেখানে নগদে টাকার লেনদেন হয়েছে। নজর এড়াতেই গ্রামীণ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ২০১৯ থেকে ২০২১ এ জীবনকৃষ্ণের অ্যাকাউন্টে ৬০ লক্ষ টাকা ঢুকেছে। গ্রামীণ ব্যাঙ্কে দুটি অ্যাকাউন্ট নজরে এসেছে। সেখানেও প্রচুর পরিমাণে আর্থিক লেনদেন পাওয়া গিয়েছে। সমস্ত সম্পত্তি নগদ টাকা দিয়ে কেনা হয়েছে বলে জানতে পেরেছে ইডি।
ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন জীবনকৃষ্ণ সাহা। ছয় দিন ইডি হেফাজতে থাকার পর আদালতে তোলা হয়েছিল তাকে। আদালতের পক্ষ থেকে তাকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলবন্দি রয়েছেন জীবনকৃষ্ণ।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তদন্তে দেখা গেছে, শিক্ষক নিয়োগে দুর্নীতির সঙ্গে যুক্ত বিশাল আর্থিক তছরুপের চক্রে জড়িত ছিলেন তিনি। এই চক্রের মাধ্যমে তিনি কোটি কোটি টাকার সম্পত্তি কিনেছেন, যার বেশিরভাগ লেনদেনই হয়েছে নগদে।রায় শুনে আদালতেই কান্নায় ভেঙে পড়েন জীবনকৃষ্ণ। আদালতে ঢোকার সময় নাটক দেখতে পাওয়া গিয়েছিল। জীবনকৃষ্ণ কে ব্য ব্যাঙ্কশাল আদালতে তোলার আগেই তার পরিবারের লোকজন আদালত চত্বরে পৌঁছে গিয়েছিল। ছেলেকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছিলেন জীবনকৃষ্ণ। রায় শোনার পরে ও সেই কান্নাই অব্যাহত রয়েছে।।