Languages

SCO সামিটে খোশমেজাজে মোদি-জিনপিং-পুতিন

ওয়েব ডেস্ক: এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খোশমেজাজে আড্ডা দিতে দেখা গেল। প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে দুটি ছবি শেয়ার করেছেন, যার একটিতে দুই নেতাকে কথোপকথন করতে দেখা যাচ্ছে এবং অন্যটিতে তাঁদের একে অপরকে আলিঙ্গন করতে দেখা যাচ্ছে। ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী মোদি টুইট করেছেন, ‘প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করা সবসময়ই আনন্দের।’

মোদি-পুতিন ছবিই নয়, নজর কেড়েছে ‘ত্রিমূর্তির’ একটি ছবিও। একই ফ্রেমে ধরা দিয়েছেন মোদি, পুতিন এবং শি জিনপিং। তিনজনকে হেসে কথা বলতে দেখা গিয়েছে। যা দেখে আমেরিকা এবং ট্রাম্পের ঘুম উড়তে পারে। উল্লেখ্য, ভারত-রাশিয়ার সম্পর্ক চিরকালই অটুট ছিল। তবে ভারত-চিন সম্পর্কের ক্ষতে প্রলেপ দিয়েছে আমেরিকাই। এই আবহে এখন এই তিন দেশকে একত্রিত হতে দেখে কপালে উদ্বেগের ভাঁজ পড়তে পারে ট্রাম্পর।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। ভারত স্পষ্ট করে দিয়েছে, কারও চাপে মাথা নত তারা করবে না। এই সবের মাঝে চিনও ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকলেও ভারত-চিন সম্পর্কে নয়া সমীকরণ তৈরি করে দেওয়ার নেপথ্যে রয়েছে আমেরিকাই। রবিবারই জিনপিংয়ের সঙ্গে বৈঠক করে নতুন বন্ধুত্বের বার্তা দিয়েছেন মোদি। সোমবার ‘পুরনো বন্ধু’ পুতিনের সঙ্গেও বৈঠক করবেন তিনি। অতীতের তিক্ততা মিটিয়ে চিনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পথে হাঁটছে ভারত। এহেন পরিস্থিতিতেই সোমবার পুতিনের সঙ্গে বৈঠক করবেন মোদি।