Languages

ছুটির দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? জেনে নিন

বর্ষার শেষ লগ্নেও বৃষ্টির দাপট অব্যাহত রাজজুড়ে। গত কয়েকদিন ধরে কোথাও ঝমঝমিয়ে আবার কোথাও টুপটাপ বৃষ্টি নেমে চলেছে। মাঝেমধ্যে আকাশ ফুঁড়ে বেরোচ্ছে উজ্জ্বল রোদ্দুরও। শরতের আগমনী বার্তা যেন আকাশেই লেখা। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, মৌসুমী অক্ষরেখা আপাতত ওড়িশার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। এর জেরে বৃষ্টি থেমে গেলেও আগামী সপ্তাহে ফের সক্রিয় হতে পারে মৌসুমি বায়ু।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার কিছুটা বিরতি মিলতে পারে। সেদিন বৃষ্টি কম হলেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবার থেকে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের কাছাকাছি সরে আসবে। ফলে কলকাতা, হাওড়া, হুগলি, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, পূর্ব বর্ধমান—সব জায়গাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি নামতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে। উত্তরবঙ্গেও আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষত রবিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি নামতে পারে।