Languages

মোদি-জিনপিংয়ের ৫০ মিনিট ধরে বৈঠক, কী কী উঠে এল আলোচনায়?

ওয়েব ডেস্ক: ৭ বছর পর চীন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটের বৈঠকে যোগ দিতে গিয়েছেন মোদি। চিনের বন্দর শহর তিয়ানজিনে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠকের পর দুই শক্তিধর দেশের প্রধান দুই বিশ্ববাসীকে বিশেষ বার্তা দেন। দেশের বন্ধুত্বে গোটা বিশ্বের মঙ্গল হবে বলে উল্লেখ করেন।

ভারতের উপরে যখন আমেরিকা ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে, সেই সময় চিন ভারতের পাশে দাঁড়িয়েছে। সেই আবহেই এবার ভারত-চিনের রাষ্ট্রপ্রধানের বৈঠক। জানা যাচ্ছে, বৈঠকে সীমান্ত, অর্থনীতি-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দুই শক্তির মধ্যে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেন মোদি। তিনি জানান, আলোচনার শেষে দুই পক্ষই তাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। গত বছর কাজানে আমাদের মধ্যে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছিল যা আমাদের সম্পর্ককে ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে।

মোদি বলেন, যে পারস্পরিক বিশ্বাস, সম্মানের উপরে ভিত্তি করে ভারত-চিনের সম্পর্ক এগিয়ে যাচ্ছে। সীমান্ত নিয়ে ভারত-চিন বিশেষ চুক্তিতে রাজি হয়েছে। কৈলাস মানসরোবর যাত্রাও শুরু হয়েছে। দুই দেশের মধ্যেই সরাসরি ফ্লাইট চালু হয়েছে।