বিশ্বজুড়ে প্রায় ২৫ কোটি জিমেল ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে বলে সতর্ক করেছে গুগল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীদের পাসওয়ার্ড ইতিমধ্যেই শিকার করেছে কুখ্যাত হ্যাকার গ্রুপ ‘শাইনিহান্টার্স’। এর ফলে ওই অ্যাকাউন্টগুলি মারাত্মক ঝুঁকিতে রয়েছে।
গুগল জানিয়েছে, সম্ভাব্য আক্রান্ত ইউজারদের কাছে ইতিমধ্যেই সতর্কবার্তা পাঠানো হয়েছে। তাদের দ্রুত পাসওয়ার্ড বদলে ফেলার পাশাপাশি টু-স্টেপ ভ্যারিফিকেশন চালু করার পরামর্শ দেওয়া হয়েছে। গুগলের ভাষায়, এটি হলো ডিজিটাল দরজায় অতিরিক্ত তালা। ফলে পাসওয়ার্ড চুরি হলেও, হ্যাকারদের লগইন করতে আরেকটি নিরাপত্তা কোড লাগবে, যা শুধুমাত্র ব্যবহারকারীর ডিভাইসেই পৌঁছয়।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, শাইনিহান্টার্সদের সবচেয়ে প্রচলিত কৌশল হলো ‘ফিশিং’ আক্রমণ। এর মাধ্যমে ভুয়ো ইমেল পাঠিয়ে ব্যবহারকারীদের ভুয়ো লগইন পেজে প্রলুব্ধ করা হয় বা নিরাপত্তা কোডসহ সংবেদনশীল তথ্য দিতে বাধ্য করা হয়। সাম্প্রতিক হামলায় ফাঁস হওয়া তথ্যের বড় অংশ জনসমক্ষে পাওয়া গেলেও, বিশেষজ্ঞরা সতর্ক করছেন—হ্যাকাররা ফের আরও বড় ফাঁদ পাততে পারে।
তাই বিশেষজ্ঞদের একটাই পরামর্শমতো অবিলম্বে পাসওয়ার্ড পরিবর্তন করুন, টু-স্টেপ ভ্যারিফিকেশন চালু করুন, অচেনা ইমেল বা লিঙ্কে ক্লিক করা এড়িয়ে চলুন।