Languages

ইউসুফ, ললিতেশকে বিহারে পাঠাচ্ছে তৃণমূল, কিন্তু কেন?

বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধন কর্মসূচি (SIR) ইস্যুতে কংগ্রেস ও আরজেডির ডাকা সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ১ সেপ্টেম্বর পাটনায়। কংগ্রেসের ‘ভোটার অধিকার যাত্রা’র শেষদিনে আয়োজিত এই কর্মসূচিতে বিরোধী জোট INDIA-র একাধিক নেতা উপস্থিত থাকবেন।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই সমাবেশে যোগ দেবেন বহরমপুরের সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান এবং উত্তরপ্রদেশের নেতা ললিতেশ ত্রিপাঠী। যদিও রাহুল গান্ধী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন, পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে তাঁরা সেখানে সশরীরে থাকতে পারছেন না। ফলে প্রতিনিধি পাঠিয়েই অংশগ্রহণ করবে তৃণমূল।

রাজনৈতিক মহলের মতে, সংসদে ইস্যুভিত্তিক সমন্বয় রাখলেও ইন্ডিয়া জোটের ভেতরে তৃণমূলের স্বতন্ত্র অবস্থান সবসময় স্পষ্ট। বাংলা-সংক্রান্ত বিশেষ ইস্যুতে আলাদা প্রতিবাদ হোক বা সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা—তৃণমূল বারবারই জানিয়ে এসেছে, তারা কংগ্রেসের জোট শরিক নয়। তাই অখিলেশ যাদব বা হেমন্ত সোরেনের মতো নেতারা যেখানে সরাসরি অংশ নিচ্ছেন, সেখানে তৃণমূল কেবল প্রতিনিধি পাঠিয়েই সমন্বয় বজায় রাখছে।

শিবসেনা (উদ্ধব গোষ্ঠী)ও একইভাবে প্রতিনিধি পাঠাবে বলে জানা গেছে। তবে উদ্ধব ঠাকরে নিজে উপস্থিত থাকতে পারবেন না। আম আদমি পার্টি (AAP) এখন আর ইন্ডিয়া জোটে নেই, তাই তারা প্রতিনিধি পাঠাবে কি না তা নিয়েও ধোঁয়াশা রয়ে গেছে।