Languages

পঞ্চাশ পেরিয়েও জয়া ‘ষোড়শী’, বোল্ড ছবি শেয়ার অভিনেত্রীর

ওয়েব ডেস্ক: জয়া আহসানের রূপের ছড়ার কাছে হার মানে ১৮ তন্বীরাও। ৫০ কোঠা পেরিয়ে গেলেও অভিনেত্রী যেভাবে নিজের তারুণ্য বজায় রেখেছেন, তাতে এক কথায় বলাই যায়, অভিনেত্রীর কাছে বয়স যেন সংখ্যা মাত্র। বরাবরের মতো সোশাল মিডিয়ায় ফের ঝড় তুলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়া ফের ইনস্টাগ্রামের পেজে একগুচ্ছ ছবি পোস্ট করলেন। কেমন লুকে এবার দেখা গেল অভিনেত্রীকে!

দুই বাংলায় নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মন কেড়েছেন অভিনেত্রী জয়া আহসান। বয়স ৫২ পেরোলেও সৌন্দর্যে তিনি আজও নজরকাড়া। সমাজ মাধ্যমে বেশিরভাগ সময়ই চর্চায় থাকেন অভিনেত্রী। ১৮ জুলাই মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘ডিয়ার মা’। এরইমধ্যে এবার ইনস্টাগ্রামের পেজে একগুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেত্রী। ব্ল্যাক বোল্ড লুকে নজর কাড়লেন অভিনেত্রী।

যেখানে দেখা যাচ্ছে, ব্ল্যাক আর গোল্ডেন কমবিনেশনে তাঁকে সেজে উঠতে। সঙ্গে তাঁর হেয়ার স্টাইল ও চোখের দৃষ্টিভঙ্গি যেন নজর কেড়েছে অনুরাগীদের। ব্ল্যাক বোল্ড আউটফিটে শরীরী আবেদনে বরাবরের মতোই মাত করলেন অভিনেত্রী।