Languages

ই-সিম প্রতারণা নিয়ে দেশজুড়ে আতঙ্ক! কীভাবে সুরক্ষিত থাকবেন?

দেশজুড়ে প্রতারণার নিত্যনতুন ফাঁদ তৈরি করে চলেছে সাইবার অপরাধীরা। অনলাইন পেমেন্ট অ্যাপ থেকে শুরু করে ক্রেডিট কার্ড—কোনও কিছুই এখন আর নিরাপদ নয়। এবার তাদের টার্গেটে এসেছে ই-সিম প্রযুক্তি। নতুন এই প্রতারণা সম্পর্কে সতর্কবার্তা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C)।

I4C–এর রিপোর্ট অনুযায়ী, প্রতারকরা ফোন করে গ্রাহকদের ই-সিম অ্যাক্টিভেট করার প্রলোভন দিচ্ছে। এরপর মেসেজ বা মেল মারফত পাঠানো হচ্ছে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলেই বিপদ! গ্রাহকের ফিজিক্যাল সিম নিজে থেকেই ই-সিমে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে ফোনের নেটওয়ার্ক অদৃশ্য হয়ে যায় এবং মোবাইলের নিয়ন্ত্রণ চলে যায় প্রতারকদের হাতে। ফলে ব্যাঙ্কিং ওটিপি থেকে শুরু করে ব্যক্তিগত নানা গোপন তথ্য সহজেই পাচ্ছে জালিয়াতরা। এই তথ্য ব্যবহার করে তারা ভুয়ো লেনদেন বা অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ।

কীভাবে বাঁচবেন এই ধরণের প্রতারণা থেকে? I4C জানিয়েছে— অচেনা বা সন্দেহজনক লিঙ্কে কোনও অবস্থাতেই ক্লিক করবেন না। অচেনা নম্বর থেকে ই-সিম সংক্রান্ত ফোন এলে সতর্ক থাকুন। হঠাৎ যদি ফোনের নেটওয়ার্ক অদৃশ্য হয়ে যায়, তবে সঙ্গে সঙ্গে মোবাইল সার্ভিস প্রোভাইডার ও ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন। নিয়মিতভাবে আপনার ফোনের নিরাপত্তা সেটিংস পরীক্ষা করুন।