Languages

সেপ্টেম্বর মাসেই কবে কবে খোলা থাকবে ব্যাঙ্ক?

ওয়েব ডেস্ক: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। সদ্য সম্পন্ন হয়েছে গণেশ চতুর্থী। এর পরে রয়েছে বিশ্বকর্মা পুজো বাঙালির শ্রেষ্ঠপুজো দুর্গাপুজো, পুজো, কালীপুজো সহ সমস্ত অনুষ্ঠান। তাই নতুন মাস পরতেই জেনে নিন কবে কবে খোলা থাকবে ব্যাঙ্ক। কারণ পুজোর মরশুমে একাধিক ছুটি রয়েছে। ফলে প্রয়োজন থাকলে আগেই ব্যাঙ্কের সমস্ত কাজ মিটিয়ে নিন। সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন প্রান্তে উৎসবের মরশুম।

ভারত জুড়ে ব্যাঙ্ক গ্রাহকদের এই সেপ্টেম্বরে আগে থেকে পরিকল্পনা করতে হবে। সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি মাসির অর্ধেক দিনই বন্ধ থাকবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক তার অফিসিয়াল ছুটির ক্যালেন্ডার প্রকাশ করেছে। যেখানে সপ্তাহান্তের ছুটির পাশাপাশি রাজ্য-নির্দিষ্ট ছুটির রূপরেখা দেওয়া হয়েছে।সব ব্যাঙ্ক রবিবারের পাশাপাশি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকবে। এছাড়াও, সেপ্টেম্বরে উৎসব ও আঞ্চলিক অনুষ্ঠানের জন্য বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। যা ওনম দুর্গাপূজা, নবরাত্রিকে সামনে রেখে তৈরি করা হয়েছে। আসুন জেনে নিই কবে কোন কারণে ছুটি থাকবে ব্যাঙ্ক। ৩ সেপ্টেম্বর ঝাড়খণ্ডে কর্ম পুজোর কারণে থাকবে ছুটি। ৪ সেপ্টেম্বর কেরালায় প্রথম ওনামের ছুটি। ৫ সেপ্টেম্বর ছুটি থাকবে ইদ-ই-মিলাদের কারণে। ৬ সেপ্টেম্বর ছুটি থাকবে ইদ-ই-মিলাদ (মিলাদ-উন-নবী)।

১২ সেপ্টেম্বর – শুক্রবার জম্মু-কাশ্মীরে ঈদ-ই-মিলাদ-উল-নবী ।
১৩ সেপ্টেম্বর সব ব্যাঙ্কের জন্য দ্বিতীয় শনিবারের ছুটি।
২২ সেপ্টেম্বর রাজস্থানে নবরাত্র স্থাপনার জন্য ছুটি রয়েছে।২৩ সেপ্টেম্বর মহারাজা হরি সিং জির জন্মদিন উপলক্ষে জম্মু-কাশ্মীরে ছুটি থাকবে। ২৭ সেপ্টেম্বর চতুর্থ শনিবার সব ব্যাঙ্কে ছুটি।২৯ সেপ্টেম্বর ত্রিপুরা, অসম ও পশ্চিমবঙ্গে পুজো উদযাপনের ছুটি। ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী উপলক্ষে ছুটি থাকবে।