ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী সভা। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। বলবেন অভিষেকও। বছর ঘুরতেই ভোট। ছাত্র সংগঠনকে কী বার্তা দেন শীর্ষ নেতৃত্ব, তার দিকে নজর সকলের। সভার আগে দলের তরুণ প্রজন্মকে বিশেষ বার্তা দিলেন মমতা। তিনি লেখেন, মাথা উঁচু করে বাঁচবে, অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়। যে কোনও লড়াইয়ে আমাকে সবসময় পাশে পাবে। নতুনদের পাশাপাশি পুরনোদেরও অভিনন্দন জানিয়েছেন মমতা।
সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যুবদের কাছে নিষ্ঠার সঙ্গে দলকে এগিয়ে যাওয়ার আর্জি জানিয়েছেন। তিনি লেখেন, তরুণদের তাদের কণ্ঠস্বর উত্থাপন করতে, তাদের আকাঙ্ক্ষা অনুসরণ করতে এবং উজ্জ্বল আগামীর জন্য অবদান রাখতে সক্ষম। সমাজিক ন্যায়বিচারের দাবিতে বাংলার যুবসমাজের স্থায়ী ভূমিকা রয়েছে। নতুন সংকল্প এবং নিষ্ঠার সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।