কলকাতা মেট্রো যাত্রীদের জন্য ফের দুঃসংবাদ। আগামী রবিবার সকাল থেকে প্রায় অর্ধেক দিন বন্ধ থাকবে ব্লু লাইনের পরিষেবা। মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন (ব্রিজি) পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে রক্ষণাবেক্ষণ কাজের কারণে।
কলকাতা মেট্রোর তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (৩০ আগস্ট) রাত ১১টা থেকে রবিবার (৩১ আগস্ট) দুপুর ৩টে পর্যন্ত শহিদ ক্ষুদিরাম স্টেশনে কাজ চলবে। এর জেরে রবিবার বিকেল ৪টার আগে ওই রুটে মেট্রো পাওয়া যাবে না।
তবে যাত্রীদের সুবিধার্থে কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবার সকালে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন বোর্ডের পরীক্ষার জন্য বিশেষ মেট্রো চালানো হবে। সকাল ৭টায় মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর ও দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত একটি মেট্রো পাওয়া যাবে। এছাড়া গ্রিন লাইনের পরিষেবা ওইদিন সকাল ৯টার বদলে সকাল ৮টা থেকেই শুরু হবে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই কলকাতা মেট্রো পরিষেবা ঘিরে একের পর এক সমস্যা তৈরি হচ্ছে। কখনও টানেলে জল জমে পরিষেবা ব্যাহত হচ্ছে, কখনও যান্ত্রিক ত্রুটিতে বারবার বন্ধ হয়ে যাচ্ছে মেট্রো। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছানো, মাঝপথে দরজা খুলে থেমে যাওয়া— সব মিলিয়ে যাত্রীদের ক্ষোভ বাড়ছে দিন দিন। তার উপর কবি সুভাষ স্টেশন বর্তমানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। ফলে শহিদ ক্ষুদিরাম পর্যন্তই চলছে মেট্রো। এই অবস্থায় রবিবার দীর্ঘক্ষণ ব্লু লাইনের একাংশে পরিষেবা বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি অনিবার্য।