Languages

সিনেমা বানিয়ে বাঙালিকে অপমান! প্রতিষ্ঠামঞ্চে গর্জে উঠলেন মমতা

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ফের একবার বাঙালি আবেগকে হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মেয়ো রোডের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর শেষ বক্তা হিসেবে উঠে আসেন তিনি। বিজেপিকে আক্রমণ শানানোর পাশাপাশি তাঁর বক্তব্যের কেন্দ্রবিন্দুতে ছিল বাঙালি অস্মিতা ও বাংলার ঐতিহ্য।

নাম না করে বিতর্কিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন মমতা। বলেন, “এখন সিনেমা বানিয়ে বাংলাকে অপমান করা হচ্ছে। ইতিহাস বিকৃত করা হচ্ছে। ক্ষুদিরাম বসুর নাম ভুল করে ‘ক্ষুদিরাম সিং’ লেখা হচ্ছে—এটাই বাংলাকে ছোট করার প্রমাণ।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “১৯৪৬ সালের কথা টেনে এনে আজ বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা চলছে কেন? তখন তো আমরা কেউই ছিলাম না। এত ইতিহাস জ্ঞান হঠাৎ কোথা থেকে এলো? যারা আজ এভাবে অপমান করছে, তারা মগজে মরুভূমি—কখনও বৃক্ষ হতে পারবে না।”

বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “জনগণমন কীভাবে জাতীয় সঙ্গীত হল, বন্দেমাতরম কীভাবে জাতীয় গান হল, জয় হিন্দ স্লোগান কীভাবে এল—এসবই বাংলার অবদান। সেই ইতিহাস আজ ভুলিয়ে দিতে চাইছে ওরা।”

শুধু সিনেমা নয়, ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা নিয়েও বিজেপিকে একহাত নেন মমতা। অভিযোগ করে বলেন, “বাংলাভাষীদের বাংলাদেশি বলে চিহ্নিত করা হয়, গরিব মানুষদের উপর অত্যাচার করা হয়। কিন্তু আমি মনে করি, গরিব মানুষই আমার শক্তি, আমার হৃদয়। আমি জাত-পাত মানি না, আমি শুধু মনুষ্যত্বকেই মানি।”