Languages

সঞ্জুর বুকে ধোনির নাম, CSK -তে খেলা নিয়ে চর্চায়

ওয়েব ডেস্ক: সঞ্জু স্যামসন।কোচি ব্লু টাইগার্সের অন্যতম প্লেয়ার। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আইপিএল সর্বত্রই নিজের ছাপ রাখতে পেরেছেন এই বেটার। জায়গা করে নিয়েছেন এশিয়া কাপেও। আগামী মাসে শুরু হতে চলেছে এশিয়া কাপ। তার আগে নিজের দুর্দান্ত ফর্ম দিয়ে জনমানুষে নিজের জায়গা তৈরি করেছেন।

কেরল ক্রিকেট লিগে অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটারের ব্যাটিং খুব বেশি আশ্বস্ত করছে ভারতীয় ক্রিকেটকে। তবে হঠাৎ সঞ্জু কে নিয়ে আলোচনা কেন করা হচ্ছে? তার মতোই তো অনেক প্লেয়ার রয়েছেন যারা ভালো খেলেন। জানা গিয়েছে, এই সঞ্জু স্যামসানের জার্সি এখন চর্চার মধ্যে রয়েছে। কোচি ব্লু টাইগার্স খেলছে ধোনি লেখা জার্সি পড়ে। নীল রঙের জার্সিতে সামনে বড় বড় শব্দে লেখা “DHONI”। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি কচি দলের কর্ণধার হয়েছেন ধোনি?

জানা গিয়েছে, কোচি ব্লু টাইগার্সকে প্রধানত স্পনসর করছে ধোনি অ্যাপ। ভারতের প্রাক্তন ক্রিকেটের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই অ্যাপের কর্ণধার। নিজের সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখতে এবং বিভিন্ন প্রোডাক্ট বিক্রির ভাবনা চিন্তা করেই এই অ্যাপটি মার্কেটে আনা হয়েছিল। স্পন্সসার করার কারণেই তাদের জার্সির গায়ে ধোনি লেখা।

চেন্নাই সুপার কিংসও বেশ কিছুদিন ধরে সঞ্জুকে সই করাতে চাইছে। শুধু চেন্নাই সুপার কিংস নয় সই করাতে চাইছে রাজস্থান রয়েলসও। আগামী আইপিএল খেলার জন্য সঞ্জুকে নিতে চাইছে তারা। এশিয়া কাপে সঞ্জুর রেজাল্ট কেমন হয় সেটাই এখন দেখার।