Languages

প্রতারণার অভিযোগ! শাহরুখ খানের নামে দায়ের FIR

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আইনি জটিলতায় জড়ালেন। রাজস্থানের ভরতপুরে তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগের তালিকায় রয়েছে নামী এক গাড়ি প্রস্তুতকারক সংস্থার ছয় আধিকারিকের নামও।

স্থানীয় বাসিন্দা কীর্তি সিংহের অভিযোগ, তিনি ২০২২ সালের জুনে হরিয়ানার সোনিপত থেকে প্রায় ২৩ লক্ষ ৯৭ হাজার টাকায় সংস্থাটির একটি নির্দিষ্ট মডেলের গাড়ি কিনেছিলেন। কিন্তু মাত্র ছয় থেকে সাত মাস ব্যবহারের পরেই গাড়িটিতে একাধিক গুরুতর যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। অভিযোগকারীর দাবি, দ্রুত গতিতে চালানোর সময় গাড়ি থেকে অস্বাভাবিক শব্দ হতে থাকে, পাশাপাশি গাড়ি কাঁপতে শুরু করে। সংস্থার কাছে সাহায্য চাইলে সেটিকে ‘প্রস্তুতিজনিত ত্রুটি’ বলে ফিরিয়ে দেওয়া হয়।

সমস্যার সমাধান না হওয়ায় কীর্তি সিংহ বিষয়টি আদালতে তোলেন। ভরতপুরের সিজেএম কোর্ট নং ২ তদন্তের নির্দেশ দিলে, মথুরা গেট থানায় একাধিক ধারায় এফআইআর দায়ের হয়। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।

উল্লেখযোগ্য, ১৯৯৮ সাল থেকে এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান। দীপিকা পাড়ুকোন ২০২৩ সালের ডিসেম্বরে সংস্থার সঙ্গে যুক্ত হন। গত বছর সংস্থার একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছিল এই দুই তারকাকে।

প্রসঙ্গত, ২০২৩ সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল—কোনও পণ্যে ত্রুটি থাকলে সেই সংস্থার হয়ে প্রচার করা সেলিব্রিটির বিরুদ্ধেও দায় আরোপ করা যেতে পারে। সেই প্রেক্ষিতেই এই মামলা বিশেষ তাৎপর্যপূর্ণ।