ওয়েব ডেস্ক: দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপির অন্যতম এক নাম। একসময় তিনি সামলাতেন বঙ্গ বিজেপিকে। কিন্তু আচমকাই ব্রাত্যজনে পরিণত হয়েছেন তিনি। তাঁকে ঘিরে জন্মেছে নানান জল্পনা। সেই দিলীপ ঘোষ কি ২৬-এর ভোটে দলের প্রার্থী হবেন? প্রশ্নের জবাবে দিলীপ বলেন, ‘আমাদের দলে একটা সিস্টেম আছে। প্রার্থী ঠিক করে সংসদীয় কমিটি। সেই প্রক্রিয়া অনুযায়ীই সব হবে।’
একইসঙ্গে খড়গপুরের প্রতি নিজের আসনপ্রীতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওখানকার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক আছে। আমি ওখানকার ভোটার, সক্রিয় সদস্যও। ফলে যদি লড়ি, তবে সেখান থেকেই লড়াই করব।’ এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন তিনি। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার রয়েছে এই পশ্চিমবঙ্গে। বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী এবং বিধায়করা জেলে রয়েছেন। অন্যান্য রাজ্যে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের পাড়ি জমানোর বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, বাংলায় কোনও সুযোগ নেই, যে কারণে মানুষ এখান থেকে পাড়ি জমাচ্ছে। ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিটি সম্পর্কে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “যেহেতু মানুষ কাশ্মীর সম্পর্কে জানতে পেরেছে, বাংলার অবস্থা তার চেয়েও খারাপ।