Languages

রাজের নতুন সিনেমা, ‘হোক কলরব’ কবে আসছে?

ওয়েব জেস্ক: নতুন কিছু আনতে চলেছেন তার ইঙ্গিত কিছুদিন আগেই দিয়েছিলেন পরিচালক-তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। গত ২৫ আগস্ট রাজ চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পেজ থেকে পোস্ট করা হয়েছিল ২৭ অগস্ট বড় কিছু আনতে চলেছেন তাঁরা। বুধবার রাজ চক্রবর্তী প্রকাশ্যে আনলেন তাঁর আগামী ছবির মোশন পোস্টার। রাজ চক্রবর্তী আগামী ছবির মোশন পোস্টার প্রকাশ্যে এনে ক্যাপশনে লিখেছেন, ‘আসছি’। প্রকাশ্যে এসেছে আগামী ছবির নামও। চারিদিকে আগুনের মধ্যে একটি যুবককে দেখা যাচ্ছে প্রতিবাদী ভঙ্গিতে। উপরে বড় বড় করে লেখা, ‘হোক কলরব’।

রাজের সঙ্গে এই ছবিতে জুটি বাঁধছেন শাশ্বত চট্টোপাধ্যায়। দু’ জনের ‘আবার প্রলয়’ দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল। এই ছবিতে দেখা যাবে ওম সাহানি, রোহন ভট্টাচার্য, জন ভট্টাচার্য, অভিকা মালাকারের মতো একঝাঁক নতুন মুখকে। রাজ চক্রবর্তীর এই পোস্ট শেয়ার করে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন, ‘আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল পুরো টিমের জন্য। কবে মুক্তি পাবে ছবিটা? রাজ খোলসা করলেন, বড়দিনের মরসুমে নিয়ে আসব ছবিটা। আগামী বছরের সরস্বতী পুজোতে, ২৩ জানুয়ারি মুক্তি পাবে ছবিটা।