ওয়েব ডেস্ক: হাত গোনা আর মাত্র কয়েক দিন বাকি পুজোর। বাতাসে পুজো পুজো গন্ধ। একটানা বৃষ্টি চলেও মাঝে একটু হলেও রোদের দেখা মিলেছে। মঙ্গলবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ফের শুরু হবে নিম্নচাপের বৃষ্টি। বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গবাসীর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সক্রিয় মৌসুমী অক্ষরেখা দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যার ফলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টায় তৈরি হবে নিম্নচাপ। এর প্রভাব কিছুটা পড়বে বাংলার উপকূলে। বেশিরভাগ প্রভাব পড়বে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশাতে। মঙ্গলবার ও বুধবার এই নিষেধাজ্ঞা থাকবে। ওড়িশার দিকে সমুদ্রে যাওয়া যাবে না, সমুদ্র উত্তাল থাকবে।হাওয়া অফিস মৎস্যজীবীরা গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে।
আলিপুর আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি থেকে রেহাই মিলবে। তবে উপকূল ও পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। সপ্তাহান্তে ফের বৃষ্টি বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উপকূল ও পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া পুরুলিয়া জেলায়। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু এলাকায়। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।
উত্তরের বৃষ্টি থেকে রেহাই মিলবে না । মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার থেকে ফের মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত।