ওয়েব ডেস্ক: নির্বাচন কমিশনকে বিজেপির ললিপপ বলে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের প্রশাসনিক সভা থেকে একাধিক বিষয় নিয়ে কেন্দ্রটি নিশানা করেছেন তিনি। সেখানে যেমন উঠেছে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ। তেমন বিজেপি ও কমিশন কে একত্রে নিশানা করেছেন তিনি।
তিনি বলেন, ওঁরা জানত বাংলার সঙ্গে ওঁরা পারবে না। তাই বাংলাকে আর পঞ্জাবকে ভাগ করে দিয়েছে।
তিনি বলেছেন, বাংলার অবদানের কথা ভুলবেন না। বাবাসাহেব আম্বেদকর সর্বপ্রথম এই বাংলা থেকেই সাংসদ হয়ে পার্লামেন্টে গিয়েছিলেন। সারে জাঁহা সে আচ্ছা’র লেখক ইকবাল বাংলায় জন্মেছেন।
মঙ্গলবার তিনি বলেছেন, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার ও অনাচার করা হচ্ছে। বাংলায় শ্রমিকরা ভালো কাজ জানেন। সেইজন্য তাদের কাজ দেখে নিয়ে যাওয়া হয়েছে। দয়া করে নিয়ে যায়নি, দক্ষতা বিচার করেই নিয়ে যাওয়া হয়েছে। সেখানে নিয়ে গিয়ে চলছে অত্যাতাচার। জামাই আদর করে ডেকে লাঞ্ছনা করা হয়েছে পরিযায়ী শ্রমিকদের। তিনি প্রশ্ন তুলেছেন, কেন বিজেপি শাসিত রাজ্যে গিয়ে নির্যাতিত হতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের? তিনি বলেছেন, বাংলার ছাত্র ছাত্রীদের মেধার শিক্ষক ও গবেষকদের মেধাকে গোটা বিশ্ব সম্মান করে। পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার জন্য ফের আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেছেন শ্রমশ্রী ও কর্মশ্রী প্রকল্পের কথাও।