Languages

জীবনকৃষ্ণ সাহার বাড়ি-সহ একাধিক জায়গায় ইডির তল্লাশি

ওয়েব ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলার কিনারা করতে ফের ফের ‘অ্যাকশন মোডে’ ইডি। রাজ্যের অন্তত চার জায়গায় শুরু হয়েছে তল্লাশি। জানা গিয়েছে, মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সাতসকালেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের একটি দল। ইডির তদন্তকারীরা ঢুকতেই ফের পুকুরে ফের ফোন ফেললেন জীবনকৃষ্ণ। বিধায়কের বাড়ির পিছনের পুকুরপাড় থেকে ইতিমধ্যেই একাধিক মোবাইল ফোন উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা। এই ফোনগুলিতে কী রয়েছে? তা জানতে বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জীবনকৃষ্ণের বাড়ির অদূরে মহিষ গ্রামের বাসিন্দা বেসরকারি ব্যাঙ্ক কর্মী রাজেশ ঘোষের বাড়িতেও হানা দিয়েছে ইডি। সোমবার সকালে ইডির অভিযান চালায় বীরভূমের সাঁইথিয়াতেও। সেখানকার তৃণমূল কাউন্সিলর মায়া সাহা সম্পর্কে জীবনকৃষ্ণ সাহার পিসি। তিনিও নিয়োগ দুর্নীতিতে জড়িত সন্দেহে তল্লাশি শুরু করেছে ইডি। এছাড়া রাজ্যের আরও দুই জায়গায় চলছে ইডির অভিযান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইডির তদন্তকারীরা ঢুকতেই ফের পুকুরে ফের ফোন ফেললেন জীবনকৃষ্ণ। পুকুর নয়, পুকুরপাড়ে পড়ল দু’টি ফোন। উদ্ধার করলেন ইডি আধিকারিকরা। এই ফোনগুলিতে কী রয়েছে? সেটাই এখন যাচাই করবে তারা। পাশাপাশি, জীবনকৃষ্ণের ভবিষ্যৎ ফের কোনও মোড় নেয়, সেটাও এখন দেখার বিষয়।