Languages

দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনায় গ্রেফতার আরও এক

ওয়েব ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলা চালানোর ঘটনায় একজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গত বুধবার মুখ্যমন্ত্রীর বাসভবনে ‘জন শুনানি’ চলছিল। তখনই CM-এর উপর হামলা চালায় এক ব্যক্তি।

জানা গিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালানোর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিল্লি পুলিশ রবিবার আর এক অভিযুক্ত তাহসিন সৈয়দকে গ্রেফতার করেছে। এর আগে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিল্লি পুলিশ রাজেশ সাকরিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল। তাহসিন ছাড়াও রাজেশের পাঁচ বন্ধুকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

সূত্রের খবর, আজ সকাল সাড়ে আটটা নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মুখ্যমন্ত্রীর সিভিল লাইনের বাসভবনে একটি গণশুনানি করছিলেন। এদিন সকালেও সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন তিনি। সবার অভাব অভিযোগ শুনছিলেন। হামলাকারীও সেই জনশুনানিতে এসেছিলেন। তিনি নিজের কথা জানানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে যান। মুখ্যমন্ত্রীর হাতে কাগজ তুলে দেন এক ব্যক্তি। মুখ্যমন্ত্রীকে তিনি চড় মারেন এবং চুল ধরে টানেন বলে অভিযোগ। ওই যুবককে ধরে ফেলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা। ঘটনার পর চিকিৎসকদের দল মুখ্যমন্ত্রীর বাসভবনে যায়। মুখ্যমন্ত্রীর চোট গুরুতর নয় বলে জানা গিয়েছে।
ধৃত ওই অভিযুক্ত যুবকে আটক করে জিজ্ঞাসাবাদ করেই তাহসিনের খোঁজ পায় পুলিশ। এরপরই তাকে গ্রেফতার করা হয়েছে।